Monday, 8 June 2020

সুস্থ সংস্কৃতির চলমান বিপ্লবে চরম সৃজনশীল একটি গান ❤❤ ঘুমায় শহর ❤❤।

👌👌👌অসাধারণ একটা গান।👌👌👌
.
.
অপসংস্কৃতির সমাজ বিধ্বংসী ধারা যখন সমাজের মানুষগুলোর
মন মানসিকতাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে,
আর মানুষগুলোও যখন চেতনাহীন হয়ে যাচ্ছে অশ্লীলতার জাহেলী জোয়ারে,
এরকম একটা সময়ে শুরু হয়েছে নতুন ধারার সুস্থ সংস্কৃতির জোয়ার।
💥💥💥
.
যেই সমাজে আজ নষ্ট সংস্কৃতির ছোঁয়ায় অবশ হয়ে যাওয়া মানুষগুলোর সংসার জীবন হয়ে উঠেছে অশান্তিতে ভরা।
যে সময়টাতে বেড়েই চলেছে অপরাধের হার, খুন, ধর্ষণ, মাদকের ছড়াছড়ি, চাঁদাবাজি, পরকীয়া সম্পর্ক, বিবাহ পূর্ব হারাম ভালোবাসা, অহরহ সংসার বিচ্ছেদ,
এই সময়টাতেই এখন খুব দরকার এরকম আরো অনেক অনেক চরম সৃজনশীল সুস্থ ধারার গান, নাটক, সিনেমা।
.
বিশেষ করে এই গানটি সত্যিই অসংখ্য স্বামী-স্ত্রীর মনের ভেতর ভালো অনেক
আশা, স্বপ্ন এবং ভালোবাসার সৃষ্টি করবে তাদের সংসার জীবনে।
এবং যারা আমার মত বিবাহিত নয় তাদের অনেকের মনেই হয়ত ভবিষ্যতের জন্য
অনেক হালাল রোমান্টিকতা জমা করে রাখতে সাহায্য করবে এই গানটি।
.
সত্যিই মিডিয়া অনেক বিরাট একটা জিনিস মানুষের মানসিকতা তৈরির ক্ষেত্রে।
.
এখনই সময় অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে বের করে এনে এরকম সুস্থ ধারায়
নিজেদেরকে ভাসানোর।
তাহলে নিজেদের জীবন গুলোও হবে অনেক অনেক ভালো।
.
[ বিঃদ্রঃ এই গানটির অভিনেতা এবং অভিনেত্রী বাস্তব জীবনেও হাজবেন্ড এন্ড ওয়াইফ। গানটি অভিনেতা H Al Banna ভাইয়ের নিজের লেখা এবং গাওয়া যেটা তিনি বাস্তব জীবনে তার স্ত্রীর জন্যেই লিখেছেন এবং গেয়েছেন। ]
.
গানটি দেখতে এখানে ক্লিক করুন

Related Posts

0 comments: