Monday 8 June 2020

Google Meet এ Camera এবং Microphone ব্লকড থাকলে করণীয়


Google Meet ব্যবহারের ক্ষেত্রে এরকম সমস্যা হলে, ব্রাউজারের ওয়েব এড্রেস লিখার ঘরের একদম বাম 
পাশে খেয়াল করলে তালার মত একটি আইকন দেখতে পাবেন।
নিচে সেটাকে চিহ্নিত করে দেখানো হলো।


এই তালার মত দেখতে আইকনটিতে ক্লিক করলে নিচের মত করে পপ আপ উইন্ডো দেখা যাবে। 


এরপর উপরের চিত্রের লাল দাগ দেওয়া Block লিখা গুলোর উপর ক্লিক করলে উভয় ক্ষেত্রে প্রতিবারই নিচের মত একই রকম চিত্র দেখা যাবে।

উভয়ক্ষেত্রেই Allow সিলেক্ট করতে হবে। 

উভয়ক্ষেত্রেই Allow সিলেক্ট করার পর পপ আপ হয়ে আসা উইন্ডোটি হবে নিচের মতো দেখতে।

এরপর Allow করা হয়ে গেলে উক্ত পেইজকে একবার Refresh ( F5 চেপে সহজে করা যায় ) করলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

ধন্যবাদ !  




Previous Post
Next Post
Related Posts

0 comments: